ব্যোমকেশ গোত্র রিভিউ


অজিতের বর্তমান চরিত্রায়ন হাস্যকর এবং অসহ্য। কি করে পরিচালক তাঁর তৃতীয় ছবিতে লালমোহনের সাথে অজিতকে গুলিয়ে ফেললেন এটা বোধগম্য হলো না। শুধু তাই নয়। সত্যবতী আর অজিতের পাল্লা দিয়ে ন্যাকামি খুবই বিরক্তিকর। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। শরদিন্দুর ব্যোমকেশের বজ্রমুষ্টির কথা কারোর অজানা নয়। কিন্তু অরিন্দম শীল ব্যোমকেশ কে বন্ডের স্তরে নামিয়ে ছবিতে অজস্র মারপিটের অংক ঢুকিয়েছেন। এমনকি গল্পের গরু গাছে চড়িয়ে ইংরেজি গান সমেত একটি চটুল আইটেম নাম্বার পেশ করেছেন। তবে এত বিরক্তির মাঝেও মূল কাহিনী মোটামুটি অটুট রয়েছে আর মুসৌরির প্রাকৃতিক সৌন্দর্য এক প্রাপ্তি।